নিজস্ব প্রতিনিধি, কে টিভি নিউজ বাংলা,মেদিনীপুর: ২৫শে ফেব্রুয়ারী: টিউশন যাওয়ার নাম করে মায়ের স্কুটি নিয়ে বেরিয়েছিল, মেদিনীপুর শহরের অদূরে অ্যানিকাট ড্যামে তলিয়ে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের দুই ছাত্র। তিন বন্ধু সকাল থেকে দু’টো টিউশন পড়ে বাড়ি ফিরছিল। বাড়িতে কিছু খাওয়া-দাওয়া করে খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের (KV-2) নবম শ্রেণীর ছাত্র আরিয়ান মা-কে বলে আরও একটা টিউশন আছে। এরপরই রেলকর্মী মায়ের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোয় সে। ছুটির দিন (রবিবার) বলে মা-ও বিশেষ বাধা দেননি! বাড়ি থেকে বেরিয়ে তার সহপাঠী তথা মামাতো ভাই পীয়ূষ-কে ডাকে সে। পীয়ূষ-ও বাড়িতে বলে টিউশন যেতে হবে, স্যার ডেকেছেন। এরপর দুই বন্ধু মিলে তাদের আরেক বন্ধু আর্য-কে ডাকে! তারপরই সকাল সাড়ে দশটা নাগাদ তিন জনে মিলে খড়্গপুর শহরের ইন্দা নিউ ট্রাফিক এলাকা থেকে রওনা দেয় মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) সংলগ্ন অ্যানিকাট ড্যামে।
সাঁতার না জানা সত্ত্বেও আরিয়ান ও পীয়ূষ নেমে যায় খরস্রোতা ড্যামে। আরিয়ান ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং জলের তোড়ে ভেসে যেতে থাকে! তাকে বাঁচাতে ঝাঁপ দেয় পীয়ূষ-ও। দু’জনই তলিয়ে যেতে থাকে। এরপরই আর্যর চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। আর্য-ও দুই বন্ধুকে রক্ষা করতে ঝাঁপ দিতে গেলে তাকে গ্রামবাসীরাই টেনে ধরেন। তাঁরাই আরিয়ান ও পীয়ূষের দেহ উদ্ধার করেন। ততক্ষণে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশও। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রবিবার বেলা ১২টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরের অদূরে অ্যানিকেট ড্যামে।