Monday, December 23, 2024
HomeKeshpurহঠাৎই গাছের ডালে আগুন, শোরগোল গ্রাম জুড়ে, কোথায় জানেন?

হঠাৎই গাছের ডালে আগুন, শোরগোল গ্রাম জুড়ে, কোথায় জানেন?

Suddenly the fire in the tree branches, noise across the village, do you know where?

প্রতিনিধি কেশপুর, কে টিভি নিউজ বাংলা: ২৩শে ফেব্রুয়ারী: হঠাৎই গাছের ডালে আগুন। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য গ্রাম জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের চড়কা গ্রামে শুক্রবার রাতের ঘটনায় গ্রাম জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। গ্রামের বিভিন্ন জনের মুখে শোনা যাচ্ছে বিভিন্ন কথা। কেউ বলছেন এটা অলৌকিক ঘটনা তো কেউ আবার বলছেন পটকার আগুন ছিটকে কোনও ভাবে গাছের ডালে গিয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরেই গ্রামের মানুষেরা জল দিয়ে গাছের ডালে লাগা আগুন নিভিয়ে ফেলে।

Ktvnewsbangla.com
গাছের ডালে আগুন দেখতে মানুষের ভীড়

ঘটনা সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় চড়কা গ্রামের মানুষেরা গ্রামের মধ্যে থাকা একটি আস্তানার পাশে থাকা একটি বটগাছের ডালে আগুনের শিখা লক্ষ্য করে। আগুন ক্রমশই বাড়তে দেখে স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নিভিয়ে ফেললেও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় গ্রাম জুড়ে নানা জল্পনা। যদিও গ্রামের একাংশ মানুষের অনুমান, মুসলীম সম্প্রদায়ভুক্ত মানুষদের অন্যতম উৎসব শবেবরাত থাকায় গ্রামের বাচ্চারা পটকা ফাটায়। সেই পটকা থেকেও কোনও ভাবে আগুন ছিটকে গিয়ে গাছের ডালে আগুন লাগতে পারে। তবে এই ঘটনাকে ঘিরে চড়কা গ্রাম জুড়ে পড়ে যায় শোরগোল।

RELATED ARTICLES

Most Popular