Monday, December 23, 2024
HomeKharagpurখড়্গপুর-মেদিনীপুর ষ্টেশনের মাঝে মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি, আলাদা হল ইঞ্জিন সহ তিনটি...

খড়্গপুর-মেদিনীপুর ষ্টেশনের মাঝে মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি, আলাদা হল ইঞ্জিন সহ তিনটি ট্যাঙ্কার, এলাকায় চাঞ্চল্য

Between the Kharagpur-Medinapur station, the coupling of the goods broke, three tankers with engines were separated, there was excitement in the area

প্রতিনিধি,খড়্গপুর: কে টিভি নিউজ: ৩ এপ্রিল: মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি। চলন্ত মালগাড়ির ইঞ্জিন সহ তিনটি বগি এগিয়ে গেল প্রায় ৩০০-৫০০ মিটার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটে মেদিনীপুর-খড়্গপুর ষ্টেশনের মাঝে গিরি ময়দানের রাজগ্রাম এলাকায়। জানা যায়, বুধবার বিকেল নাগাদ তেল বোঝাই একটি মালগাড়ি খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল। এরপর হঠাৎই গিরিময়দান সংলগ্ন রাজগ্রাম এলাকায় মালগাড়িটি আসতেই বিকট শব্দ হয়।

Ktvnewsbangla.com
ইঞ্জিন থেকে আলাদা হওয়া বগি,(ইনসেটে ভেঙে যাওয়া কাপলিং)

এরপরই স্থানীয় মানুষেরা লক্ষ্য করে মালগাড়িটির ইঞ্জিন সহ তিনটে বগি প্রায় ৩০০-৫০০ মিটার এগিয়ে গেছে এবং বাকি সমস্ত বগিগুলি (প্রায় ৩০-৪০ টি) অনেকটা পেছনে থেমে গেছে। এই ঘটনায় এলাকায় বেশকিছুক্ষন চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা। ঘটনার জেরে মেদিনীপুর গামী আপ (UP) লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে বেশকিছুক্ষন। তবে ডাউন (DOWN) লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে রেল সুত্রে জানা গেছে।

Ktvnewsbangla.com
ঘটনায় চাঞ্চল্য এলাকায়

রেল সুত্রে আরও জানা গেছে, প্রায় ঘন্টা দেড়েক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় আপ লাইনে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বড়ো কোন ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। যান্ত্রিক গোলযোগের কারনে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান রেলের। বিষয়টি খতিয়ে দেখছে রেল বিভাগ।

RELATED ARTICLES

Most Popular