Tuesday, December 17, 2024
HomeChief ministerJhargram : বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা...

Jhargram : বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee performed tribal dance in Jhargram on World Tribal Day

প্রতিনিধি : কে নিউজ : ঝাড়গ্রাম : ৯ আগস্ট: ঝাড়গ্রামে আদিবাসী পোশাক পরে আদিবাসী নৃত্যে পা মেলালেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে জাতির মহাত্মা গান্ধীর ও আদিবাসী মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে সৃষ্টিশ্রী স্টল ঘুরে দেখেন। এর পর আদিবাসী পোশাক পরে আদিবাসী শিল্পী দের সাথে আদিবাসী নৃত্যে পা মেলায়। যা দেখে সভায় উপস্থিত সকলেই আনন্দে মেতে উঠে। আদিবাসী নৃত্য শেষ হওয়ার পর ঠিনি ধামসা বাজিয়ে তাক লাগিয়ে দেন। এভাবেই তিনি বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী সমাজের সর্বস্তরের মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Ktvnewsbangla.com
ঝাড়গ্রামে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৯ই আগস্ট একটি বিশেষ দিন। ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এর পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। ১৯৪২ সালের ৯ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠ স্থান মেদিনীপুর। যে মেদিনীপুর এর মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো , সতীশ সামন্ত এর মতো মানুষ জন্ম গ্রহণ করেছিলেন। যারা আজ ও আমাদের সকলের কাছে প্রনম্য। তাই গোটা ভারতবর্ষে ৯ আগস্ট এর গুরুত্ব আলাদা। তিনি তার ভাষণে আদিবাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে আদিবাসী মানুষেরা যে সমাজের কোন অংশে পিছিয়ে নেই তা তিনি তার বক্তব্যের মাধ্যমে বারবার তুলে ধরেন।

Ktvnewsbangla.com
ঝাড়গ্রামে আদিবাসী দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী

এছাড়া ও তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন । তাই তিনি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে বিশ্ব আদিবাসী দিবস এর শুভেচ্ছা জানান। তাই রাজ্যের বিভিন্ন জেলায় ও ব্লকে দিনটি যথাযথ মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বলে তিনি জামান।

RELATED ARTICLES

Most Popular