Sunday, December 22, 2024
HomeIndiaJSW SALBONI : দুবছর আগে প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরে ঘটা করে পূজোয় মাতলেন...

JSW SALBONI : দুবছর আগে প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরে ঘটা করে পূজোয় মাতলেন জিন্দাল সিমেন্ট প্ল্যান্টের কর্মী থেকে আধিকারিকরা

Jindal cement plant's workers and officials performed puja at Bhavatarini temple established two years ago

প্রতিনিধি : কে নিউজ : শালবনী : ৬ জুলাই : ২০১৮ সালে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে পথ চলা শুরু করেছিল জিন্দালের JSW সিমেন্ট লিমিটেড। ইতিমধ্যে ২০২৪ সাল পর্যন্ত চার বছরে ৮০০ কর্মী নিয়ে এই কোম্পানি মাসে আড়াই লক্ষ টন সিমেন্ট উৎপাদন করে চলছে। এরই পাশাপাশি এখানে বসবাসকারী প্রায় সমস্ত কর্মীর পরিবার মিলিয়ে মা ভবতারিণী পুজোর উৎসবেও মেতেছে। মূলত এই সময়ই এই দক্ষিণা কালীর আরেক রূপ মা ভবতারিণী হিসেবে পূজিত হন মা কালী। আর সেই ভবতারিণী পুজোয় মাতলো JSW সিমেন্ট কারখানার সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও তাদের পরিবার পরিজনেরা। প্রায় একশ ফুটের সুউচ্চ মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিল ভক্তরা। দুদিন ধরে চলে এই পুজো পার্বণের রীতিনীতি। ফলমূল, সন্দেশ, নৈবেদ্য সহকারে ভক্তি ভরে পূজো দিলেন ভক্তরা। পূজার্চনা চলে সারাদিনব্যাপী। এরই পাশাপাশি ছিল অন্নকূটের আয়োজন। যেখানে একসঙ্গে বসে খেলেন কর্মী এবং আধিকারিক সকলে মিলে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল পথ চলা জিন্দালদের এই প্রকল্পের। বছরে প্রায় ৩.৬ এমটিপি উৎপাদনকারী এই ইন্ডাস্ট্রি রীতিমত কর্মসংস্থান দিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বেকার যুবকদের। প্রায় ৪৪৬০ একর জুড়ে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সিমেন্ট প্ল্যান্ট ছাড়াও রয়েছে পাওয়ার প্ল্যান্ট, ফুটবল একাডেমি এবং এলাকার মানুষদের সুবিধার্থে ফ্রুট ফার্মিং প্রজেক্ট। এছাড়াও নতুন করে পেন্টস, কাটার স্টিল এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভাবনা-চিন্তা করছে JSW কর্তৃপক্ষ। যাতে নতুন নতুন যেমন ইন্ডাস্ট্রি হবে সেই সঙ্গে কর্মসংস্থান হবে জেলায়।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular