প্রতিনিধি : মেদিনীপুর : কে নিউজ : ৮ জুলাই : সোমবারই চেরির (মেরিটেক্সেল রোসিচ গিমেজ) এর হাত ধরে সুদূর স্পেনের বার্সেলনা পাড়ি দিল ছোট্ট সোম। আজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে জেলাশাসক খুরশেদ আলী কাদরীর উপস্থিতিতে সরকারি সমস্ত নিয়ম অনুযায়ী অনাথ সোম কে নিয়ে বার্সেলোনা রওনা দিলেন মেরিটেক্সেল রোসিচ গিমেজ। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ শে এপ্রিল খড়্গপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার হয় বছর পাঁচেকের ছোট্ট সোম। এরপর চাইল্ড লাইন ওই শিশুকে উদ্ধার করে। তারপর থেকেই ছোট্ট সোমের আশ্রয় হয় সরকারি হোমে (মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনে)। সেখানেই সরকারি খরচে লালন পালন হচ্ছিলো সোমের। অন্যদিকে পেশায় একটি কোম্পানির ডিরেক্টর মেরিটেক্সেল রোসিচ গিমেজ সরকারি নিয়ম মেনে অনলাইনে শিশু দত্তক নেওয়ার আবেদন জানান।
সেইমতো সরকারি সমস্ত নিয়ম মেনে সমস্ত দিক বিবেচনা করে আজ ছোট্ট সোম কে তুলে দেওয়া হলো স্পেনের মিস চেরির হাতে। নতুন মা পেয়ে খুশি যেমন সোম, তেমনই সন্তান রূপে সোম কে পেয়ে আপ্লুত মেরিটেক্সেল রোসিচ গিমেজ। অন্যদিকে দত্তক নেওয়ার পর জেলাশাসক জানান, সরকারি নিয়ম অনুযায়ী শিশুটির সময়ে সময়ে খোঁজ নেওয়া হবে। আশা করি শিশুটির ভবিষ্যত উজ্জ্বল হবে নতুন পরিবার পেয়ে। জেলাশাসক আরও জানান, এপর্যন্ত পশ্চিম মেদিনীপুর থেকে ৬২ টি শিশু দত্তক দেওয়া হয়েছে। যার মধ্যে ৬ টি শিশু দত্তক নিয়েছে বিদেশী নাগরিকরা। আমরা চাই যাদের ছেলেমেয়ে নেই, তারা অনাথ শিশুদের দত্তক নিক। তাতে এইসব মা বাবা হারা শিশুরা যেমন একটা পরিবার পাবে, তেমনই যাদের সন্তান সন্ততি নেই, তাদের বেঁচে থাকার অবলম্বন তৈরী হবে।
ভিডিও লিংক নিচে