Saturday, December 21, 2024
HomeIndiaHawker Agitation : কলেজ রোডের হকারদের অন্যত্র সরানোর সিদ্ধান্ত প্রশাসনের, প্রতিবাদে বিক্ষোভ,...

Hawker Agitation : কলেজ রোডের হকারদের অন্যত্র সরানোর সিদ্ধান্ত প্রশাসনের, প্রতিবাদে বিক্ষোভ, পরে প্রত্যাহার!

The administration's decision to relocate the hawkers of College Road, protests, later withdrawn

প্রতিনিধি : কে টিভি নিউজ : মেদিনীপুর : ৩ জুলাই :
মেদিনীপুর শহরে হকার বিক্ষোভ। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ কলেজিয়েট ময়দান রোডের হকারদের রাস্তার পাশ থেকে তুলে অন্যত্র DI অফিসের গলিতে সরানোর কাজ মেদিনীপুর পুরসভার তরফে শুরু করার পরেই মেদিনীপুর শহরে শুরু হলো হকারদের বিক্ষোভ। মেদিনীপুর কলেজ রোড অবরোধ করে তৃনমূলের দলীয় পতাকা হাতে নিয়ে চলছে বিক্ষোভ। হকারদের দাবি, যেখানে তাদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, সেখানে কোন ভাবেই চলবে না ব্যবসা। তারা চান মেন রাস্তার পাশেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক পৌর প্রশাসন। অন্যদিকে এনিয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, গতকাল মহকুমা শাসক দপ্তরে আলোচনার পরেই আজ হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়েছিলো, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শহর যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু হকার রাস্তা অবরোধ করেছে। বিষয়টি উচ্চ প্রশাসন দেখছে।
এবিষয়ে মেদিনীপুর সদর মহকুমাশাসক মধুমিতা মুখার্জী বলেন, কোন হকারকে উচ্ছেদ করা হচ্ছেনা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা হকারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। কিন্তু হঠাৎ আবার কেন তারা সমস্যার সৃষ্টি করছে জানিনা। তবে হকারদের অবরোধ বিক্ষোভ চলাকালীনই ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক এবং হকারদের সঙ্গে বেশকিছুক্ষন আলোচনা করেন। মহকুমা শাসক এবং মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের উপস্থিতিতে হকারদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিলে হকারদের অবরোধ প্রত্যাহার করেন। পরবর্তী সময়ে কলেজ মাঠের পাশেই শিক্ষক ভবনের গলিতে হকারদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular