Monday, December 23, 2024
HomeLatest Newsমেদিনীপুরের গ্লোকাল হাসপাতালের উদ্যোগে আয়োজিত ইফতার মহফিল হোসনাবাদে

মেদিনীপুরের গ্লোকাল হাসপাতালের উদ্যোগে আয়োজিত ইফতার মহফিল হোসনাবাদে

Iftar Mohafil organized by Midnipur Glocal Hospital in Hosnabad

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ৪ এপ্রিল: মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর ব্রীজ সংলগ্ন গ্লোকাল হাসপাতালের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এলাকার মানুষদের নিয়ে রমজান মাস উপলক্ষে একটি ইফতার মহফিলের আয়োজন করা হয়। প্রসঙ্গত, সারা দেশ জুড়ে চলছে মুসলীম সম্প্রদায়ভুক্ত মানুষের সারাদিন ব্যাপী কৃচ্ছসাধনের মাস “রমজান” । এই রমজানের সময় দীর্ঘ একমাস ধরে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসলীম সম্প্রদায়ের মানুষেরা। তাই সেইসব মানুষদের সেবায় ব্রতী হল মেদিনীপুরের গ্লোকাল হাসপাতাল। হাসপাতালের কর্ণধার ইফতেকার উদ্দিন বলেন, আমাদের গ্লোকাল হাসপাতাল সংলগ্ন এলাকাটি মুসলীম অধ্যুষিত এলাকা। তাছাড়াও আমাদের হাসপাতালের বহুকর্মী রমজান পালন করে থাকেন। তাই তাদের সেবায় অংশ নিতে এই ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে। এদিন এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ এই ইফতার মহফিলে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই এই ইফতার মহফিলে রোজা ভাঙেন এবং সংসারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় নামাজ পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এছাড়াও গ্লোকাল হাসপাতালের পক্ষ থেকে আগামীদিনে ক্যান্সারের সুচিকিৎসার জন্য একটি প্রকল্প চালু করার উদ্যোগ নিতে চলেছি। আশা করি সেই প্রকল্প চালু হলে শুধু মেদিনীপুর শহর নয়, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের জেলার মানুষ অনেকখানি উপকৃত হবেন।

Ktvnewsbangla.com
গ্লোকাল হাসপাতালের উদ্যোগে ইফতার মহফিল

এলাকার মওলানা তৈয়ব কাসিম জানান, আমরা সকলেই গ্লোকাল হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মহফিলে অংশ গ্রহন করে আনন্দ পেয়েছি। আমরা সকলেই গ্লোকাল হাসপাতালের নতুন প্রকল্প এবং গ্লোকালের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করি।

RELATED ARTICLES

Most Popular