Monday, December 23, 2024
HomeBJPকয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তিন শতাধিকের যোগদান বিজেপিতে, উচ্ছিষ্ট ছাড়া বঙ্গবিজেপি...

কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তিন শতাধিকের যোগদান বিজেপিতে, উচ্ছিষ্ট ছাড়া বঙ্গবিজেপি অচল, কটাক্ষ তৃণমুলের

a-few-gram-panchayat-members-and-more-than-300-people-joined-the-bjp-the-bengal-bjp-is-stagnant-without-the-remnants-said-tmc

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ৮ এপ্রিল: এবার বেশকয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৩০০/৩৫০ মানুষ যোগদান করলো বিজেপিতে। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্বগন।

Ktvnewsbangla.com
বিজেপিতে যোগদান পঞ্চায়েত সদস্য সহ শতাধিক মানুষের

প্রসঙ্গত, যোগদানকারীরা তৃনমূল কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমুলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কনকাবতী গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিশ্বজিৎ কর্মকার সহ পাঁচজন নির্দল সদস্য। পরে তাদের তৃণমূল থেকে বহিস্কার করা হয়। এদিন পাঁচজন নির্দল পঞ্চায়েত সদস্য সহ তিন শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে নিলেন। ভোটের আগে বিজেপিতে এই ধরণের যোগদান তৃণমূলে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে বিজেপি।

Ktvnewsbangla.com
সুজয় হাজরা (সভাপতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল)

অন্যদিকে এনিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, তৃণমূলের উচ্ছিষ্ট ছাড়া বঙ্গ বিজেপি অচল। তৃণমূল থেকে বহিষ্কৃত যারা, তারা বিজেপিতে গেল, কংগ্রেসে গেল, সিপিএমে গেল তাতে তৃণমুলের কিছু যায় আসেনা। এদের ছাড়াই চারটি অঞ্চলে তৃণমূল ভালো ফল করবে।

RELATED ARTICLES

Most Popular