Saturday, December 21, 2024
HomeBJPGarhbeta : ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা...

Garhbeta : ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের গড়বেতা থানায়

A non-bailable case has been filed against Jhargram BJP candidate Pranat Tudu at Garbeta police station

প্রতিনিধি : কে টিভি নিউজ : গড়বেতা : ৩০ মে : নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটের দিনে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল গড়বেতা থানার পুলিশ। উল্লেখ্য, গত ২৫ শে মে ভোটের দিন গড়বেতার মোংলাপোতায় একটি বুথে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু। জখম হন তিনি সহ তার দেহরক্ষী ও বিজেপির কয়েকজন কার্যকর্তা। উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত হন তারা, ভাঙচুর করা হয় তাদের গাড়িও। পরে প্রণত টুডু গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করেন তার এক দেহরক্ষীও। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে মামলা রুজু করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

Ktvnewsbangla.com
গড়বেতার মংলাপোতার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

অন্যদিকে সেদিনই বিকেলে গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মংলাপোতা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী মানিক পাঠান। অভিযোগে তিনি বলেন, তার দিদি সবলা ভূঁইয়া ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তখন প্রার্থীর সঙ্গে থাকা জওয়ানরা তার দিদিকে নানা রকম কটুক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, তার দিদি প্রতিবাদ করলে সেই সময় দেহরক্ষী সহ প্রার্থী প্রণত টুডু ও দুজন বিজেপি নেতা অতর্কিতে তার দিদির উপর চড়াও হয় এবং তার দিদির মাথায় লাঠি দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন। এরপর তার দিদিকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে হয়। জানা গেছে, মানিক পাঠানের অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রার্থী প্রণত টুডু সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা(৩০৭), মারধর (৩২৬) শ্লীলতাহানি (৩৫৪) সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

Ktvnewsbangla.com
গন্ডগোলের ঘটনার পর ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু

এবিষয়ে গড়বেতার বিজেপি নেতা মদন রুইদাস বলেন, জামিন অযোগ্য ধারায় মামলা পুলিসকে দিয়ে করানো হয়েছে চাপ দিয়ে। অথচ আমাদের প্রার্থী আক্রান্ত হয়েছে তারই লোকসভা কেন্দ্রের মোংলাপোতা বুথে গিয়ে। এগুলো রাজনৈতিক চক্রান্ত।

Ktvnewsbangla.com
মদন রুইদাস (বিজেপি নেতা)

অন্যদিকে জেলা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু শোচনীয় ভাবে হারবেন, তাই এসব নাটক শুরু করেছেন।

Ktvnewsbangla.com
অজিত মাইতি ( তৃণমূল বিধায়ক)

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular