প্রতিনিধি : কে টিভি নিউজ : পশ্চিম মেদিনীপুর : ১২ জুন: সম্প্রতি লোকসভা নির্বাচনের দিন কয়েক আগেই অন্যত্র বদলি করা হয়েছিল, আর নির্বাচন মিটতেই আবারও সেই পুরানো জায়গায় ফিরে এলেন IPS ধৃতিমান সরকার। গত ২৫ মে বেশ কয়েকটি জেলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার লোকসভা কেন্দ্র গুলিতে ছিল নির্বাচন, আর নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই নির্বাচনের সংগে যুক্ত নয় এমন পদে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেইমতো ২১ শে মে পশ্চিম মেদিনীপুর থেকে অন্যত্র বদলি করা হয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে। আর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবারও পশ্চিম মেদিনীপুর জেলাতেই পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করছেন IPS ধৃতিমান সরকার। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজিপি (Director General of Police) এর জারি করা নির্দেশিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পুনরায় দায়িত্ব নিচ্ছেন ধৃতিমান সরকার। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে বদলি করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি (সেন্ট্রাল) পদে। খুব শীঘ্রই ধৃতিমানকে দায়িত্ব বুঝিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেবেন কুলদীপ সুরেশ।
প্রসঙ্গত, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মোট ১১ জন IPS অফিসারের পদে রদবদল করা হয়েছে। যার মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারও। সুত্রের খবর, ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার SP র দায়িত্ব নিতে চলেছেন ধৃতিমান সরকার। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ ই মার্চ এই জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের পাঁচদিন আগে ২০ শে মে খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভার পর ঐদিন রাতেই খড়্গপুরের সাহাচকের একটি হোটেলে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে প্রায় ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। আর তারপরই পুলিশ সুপার ধৃতিমান সরকারকে নিবার্চনের সঙ্গে যুক্ত নয় এমন কোন পদে বদলি করার নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। ২১ মে বিকেল নাগাদ ধৃতিমান সরকারকে বদলির বিজ্ঞপ্তি জারি হয়, তাঁর জায়গায় দায়িত্বে আনা ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে। এই ঘটনায় সরব হয়েছিল শাসকদলের একাংশ। যদিও এরপর বিজেপি সহ বিরোধী দলগুলি অভিযোগ তুলেছিল, ধৃতিমান সরকারকে নামেই বদলি করা হযেছিল, আসলে আড়ালে থেকে তিনি শাসক দলের পক্ষে নির্বাচন পরিচালনা করেছেন, বিজেপি নেতা কর্মীদের ধরপাকড় করিয়েছেন। আর সেই জন্যই পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা আসনে আশাতীত সাফল্য লাভ করেছে শাসকদল তৃণমূল।
প্রসঙ্গত, মেদিনীপুর লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে জয়লাভের পর ফাঁকা হলো মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। সামনেই সেই বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন, তবে তার আগেই পুনরায় পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার ধৃতিমান সরকারের আগমনে যেমন উচ্ছ্বসিত শাসকগোষ্ঠী, তেমনই সমাজ মাধ্যম জুড়ে পুলিশ সুপার ধৃতিমান সরকারের প্রশংসায় পোস্টে পোস্টে ছয়লাপ।