প্রতিনিধি: কে টিভি নিউজ : মেদিনীপুর : ১৪ জুন: বুধবার ভোর রাতে কুয়েত (Kuwait)-এর একটি বহুতল আবাসনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪২ জন ভারতীয়ের তালিকায় পশ্চিমবঙ্গের একমাত্র ব্যক্তি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। মৃতের নাম দ্বারিকেশ পট্টনায়েক (৫২)। আদতে তিনি দাঁতন থানার তুরকা অঞ্চলের খন্ডরুইয়ের বাসিন্দা হলেও, গত কয়েক বছর আগে মেদিনীপুর শহরের শরৎপল্লীতে বাড়ি করেছিলেন। মেদিনীপুর শহরের সেই বাড়িতেই থাকতেন স্ত্রী অন্তরা পট্টনায়েক এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত একমাত্র মেয়ে। দ্বারিকেশের বাবা কমলাকান্ত পট্টনায়েক আবার তুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বৃহস্পতিবার দুপুরের পর শোক-সংবাদ এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরে। তারপর থেকেই সব হারানোর হাহাকার দুই বাড়িতেই!
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২৮ বছর আগে কর্মসূত্রে প্রথমে মুম্বাই পাড়ি দিয়েছিলেন দ্বারিকেশ। সেখান থেকে বাহরিন এবং পরে কুয়েত। কুয়েতেই গত ২০ বছর ধরে একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন দ্বারিকেশ। প্রমোশন পেয়ে NBTC নামক ওই কোম্পানির সুপারভাইজার পদও পেয়েছিলেন গত কয়েক বছর আগে। বুধবার ভোররাতে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার যে বহুতল আবাসনে আগুন লাগে, সেই আবাসনেই শতাধিক ভারতীয় শ্রমিকদের সঙ্গে ছিলেন দ্বারিকেশও। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ৪৯ জনের দেহ! তার মধ্যে ৪২ জনই ভারতীয় বলে জনা গেছে। দগ্ধ হয়ে যাওয়ার কারণে, তাঁদের সহজে চিহ্নিত করাও যায়নি! পরে অবশ্য কোম্পানির তরফে নিশ্চিত করা হয় মৃতদের তালিকা। জানা যায়, মৃত ভারতীয়দের মধ্যে বেশিরভাগ জনই কেরালার বাসিন্দা। এছাড়াও, তামিলনাড়ু, ওড়িশার কয়েকজন আছে বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে আছেন একমাত্র দ্বারিকেশ পট্টনায়েক-ই। পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে মৃতদেহ মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে এসে পৌঁছানোর কথা। পরে সেখান থেকে তাঁর গ্রামের বাড়ি দাঁতনের খন্ডরুই গ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
ভিডিও লিংক নিচে