প্রতিনিধি : কে টিভি নিউজ : মেদিনীপুর : ১৮ জুন : মঙ্গলবার সাত সকালে স্কুলে গিয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ স্কুলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থতা অনুভব করে নয়াগ্রাম হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পাপিয়া দে। এরপরই, বিদ্যালয়ের শিক্ষকরা তাকে কোলে করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি হাসপাতালে নিয়ে যেতে বললে, শিক্ষকরা ঐ ছাত্রীকে প্রথমে সেন্ট জোসেফ হাসপাতালে নিয়ে যান গাড়িতে করে। কিন্তু, জোসেফ কর্তৃপক্ষ রেফার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের এমার্জেন্সিতে পৌঁছনোর পর, চিকিৎসকেরা বছর ১২-র ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন! ঘটনায় মর্মাহত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিচালন সমিতির সদস্যরা। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা জানান। তবে, প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পরই কান্নায় ভেঙ্গে পড়েন ছাত্রীর পরিবার পরিজনেরা। ছাত্রীর পিসেমশাই বরেন রক্ষিত বলেন, পাপিয়ার পূর্বে কোন রোগ ছিলনা, ও সম্পূর্ণ সুস্থ সবল ছিল, হঠাৎ কিভাবে এরকম ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছিনা। প্রতিদিনই পাপিয়া নিজের বাড়ি মুড়াকাটা গ্রাম থেকে সাইকেলে করে স্কুলে আসতো। ঐ একই স্কুলে নবম শ্রেণীতে পড়ে পাপিয়ার দিদিও। প্রতিদিনের মতোই আজও নির্দিষ্ট সময়ে পাপিয়া সাইকেলে করে স্কুলে যায়। স্কুলে প্রবেশ করে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে অসুস্থতা বোধ করে পাপিয়া এবং তারপরই অজ্ঞান হয়ে পড়ে। তবে স্কুল ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ নয়াগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক সহ গোটা পরিবার। জানা গেছে, মেদিনীপুর মেডিক্যালে ছাত্রীর ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
ভিডিও লিংক নিচে