Monday, December 23, 2024
HomeLatest Newsমেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের জলছত্র শিবির আয়োজিত হল মেদিনীপুর শহরে

মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের জলছত্র শিবির আয়োজিত হল মেদিনীপুর শহরে

প্রতিনিধি, মেদিনীপুর: কে টিভি নিউজ: ২২ এপ্রিল।
সোমবার মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় প্রখর তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের সেবায় জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র এল.আই.সি.মোড়ে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে সারাদিন ব্যাপী। তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে যুব কর্মীরা পথচলতি সাধারণ মানুষ সহ বাস-অটো-টোটো চালকদের হাতে ঠান্ডা সরবত,কাঁচা ছোলা,বাতাসা প্রভৃতি তুলে দেন। সেই সঙ্গে পথচলতি মানুষের সাময়িক বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয় অস্থায়ী বিশ্রামাগার। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর সহ সভাপতি আবীর আগরওয়াল, কাউন্সিলর মিতালী ব্যানার্জি, সীমা ভকত, সঙ্গীতা ভট্টাচার্য্য, বিশ্বজিৎ মুখার্জি, সেক লিয়াকত, আব্দুল ওয়াহেদ, জয়ন্ত মাইতি, সেক সাজ্জু প্রমুখ সহ তৃণমূল যুব কংগ্রেস, শহর তৃণমূল মহিলা কংগ্রেস, INTTUC, বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতিবৃন্দ এবং তৃণমূল কংগ্রেস এর বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ।

Ktvnewsbangla.com
যুব তৃণমূলের জলছত্র কর্মসুচি

আজকের এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা আবীর আগরওয়াল বলেন “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শ ও চিন্তাধারা কে সামনে রেখে এই গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দেওয়ার নিমিত্তে আমাদের আজকের এই কর্মসূচি।শীত গ্রীষ্ম বর্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তৃণমূল যুব কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে ছিল,আছে ও সর্বদা থাকবে”।অন্যদিকে জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান:- “গ্রীষ্মের প্রবল দাবদাহে পথচলতি সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ।এই রকম পরিস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী ও আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত”।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular