Saturday, December 21, 2024
HomeBJPকেশপুরে নিজেদের কর্মীকে মেরে ভোটে জেতার ষড়যন্ত্র করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য দেবের,...

কেশপুরে নিজেদের কর্মীকে মেরে ভোটে জেতার ষড়যন্ত্র করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য দেবের, দেবের বিরুদ্ধে FIR এর হুশিয়ারি হিরনের

BJP is conspiring to win the election by killing its workers in Keshpur, Dev's comments, Hiran FIR warning against Dev

প্রতিনিধি, কেশপুর: কে টিভি নিউজ: ৮ মে:
ভোটে জেতার জন্য কেশপুরে নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের লোকেদের ঘাড়ে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ও তার দল। কেশপুরে বিস্ফোরক মন্তব্য ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেবের। আর দেবের এই মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে জেলার রাজনৈতিক মহলে। এনিয়ে দেবের বিরুদ্ধে এফ আই আর (FIR) করার হুশিয়ারি দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জী। দোরগড়ায় লোকসভা নির্বাচন! তার আগে দলের কর্মীদের নিয়ে, ভোটের রণকৌশল ঠিক করতে বিশেষ কর্মী বৈঠকের আয়োজন করা হয় তৃনমূলের পক্ষ থেকে। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে মঙ্গলবার কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলের পাঁচখুরিতে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ ৭ টি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা। বৈঠকে ভোটের আগে কিভাবে রণকৌশল সাজিয়ে, ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আনা যাবে সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেশপুরের ভোট নিয়েও আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী জানান, কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ঘাটাল লোকসভায় যেইভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতব।

Ktvnewsbangla.com
দীপক অধিকারী (দেব) তৃণমূল প্রার্থী, ঘাটাল লোকসভা কেন্দ্র

তবে অন্যদিকে বিরোধী প্রার্থী হিরনের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে হোক ঘাটাল জিততে চাইছে। তাইজন্য ছেলেটা পুলিশকেও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে বিজেপি প্রার্থী এবং তার দল কেশপুরে একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোকের ঘাড়ে চাপিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোটে জিততে চাইছে। আগামী ১০/২০ তারিখের মধ্যে কেশপুরে কিছু একটা ষড়যন্ত্র করার প্ল্যান করেছে বিজেপি প্রার্থী ও তার দল। সংবাদ মাধ্যমে আমি আগে থেকেই বিষয়টি জানিয়ে রাখছি এবং পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে। দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি, কোনভাবেই তা নষ্ট করতে দেব না।

Ktvnewsbangla.com
হিরন্ময় চ্যাটার্জী (হিরন) বিজেপি প্রার্থী, ঘাটাল লোকসভা কেন্দ্র

যদিও দীপক অধিকারী (দেবের) এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী। হিরন বলেন, আমরা FIR করব এর বিরুদ্ধে। তৃণমূলের সাংসদ প্রার্থী দীপক অধিকারী দেব বিজেপি কর্মীদের খুন করার পরিকল্পনা করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব, যে আমাদের বিজেপির কর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন, কারন মাননীয় সাংসদ দীপক অধিকারী আমাদের কোন কর্মীকে খুন করার পরিকল্পনা করছেন এবং এরজন্য উনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি হিরন কেশপুরের মানুষকে আশ্বস্ত করে বলেন, আপনারা নির্ভয়ে, নিশ্চিন্তে থাকবেন, কারোর দম নেই যে কেশপুরে বিজেপি কর্মীকে খুন করবে।

ভিডিও লিংক নিচে

RELATED ARTICLES

Most Popular