প্রতিনিধি, কেশপুর: কে টিভি নিউজ: ১মার্চ: কেশপুরের ৮ নং আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জবকার্ড হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে সংসদ সভার আয়োজন করা হল শুক্রবার গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে। এদিন প্রত্যেকটা মানুষকে যাদের টাকা বকেয়া আছে তারা তাদের টাকা যেন ব্যাংকে বুঝে নেয় এবং তাদের টাকা যেন অন্যের হাতে না যায়। সেবিষয়ে সচেতনতা বার্তা দিলেন অঞ্চলের প্রধান মরফিয়া বিবি ও অঞ্চল নির্বাহী সহায়ক শেখ নজরুল ইসলাম।
মরফিয়া বিবি বলেন, কেন্দ্র সরকার এরাজ্যকে বঞ্চিত করে রেখেছে এখনও ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি। তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের রাজ্যের খেটে খাওয়া ক্ষেতমজুরের স্বার্থে তাদের ১০০ দিনের কাজের টাকা অনেক কষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছে। অঞ্চল নির্বাহী সহায়ক শেখ নজরুল ইসলাম বলেন, অনেকে জানেই না জব কার্ডের টাকা ঢুকেছে কিনা তার জন্য আমরা SHG কে কাজে লাগিয়েছি আমাদের পঞ্চায়েতের কর্মীদের কাজে লাগিয়েছি, যাতে কোন জব কার হোল্ডার সমস্যায় না পড়েন।