নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর: ২৪শে ফেব্রুয়ারী, কে টিভি নিউজ বাংলা: বন দপ্তরের জায়গা দখল করে বাড়ি তৈরী করায় প্রতিবাদে সোচ্চার হল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী এলাকায়।
এলাকার মানুষের অভিযোগ, বন দপ্তরের তরফে গত দুবছর আগে নির্দিষ্ট সীমানা বেঁধে দেওয়া হয়েছিল এবং বন দপ্তরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যেন সেই সীমানা অতিক্রম করে কেউ কোনও ভাবে জায়গা দখল করে বাড়ি তৈরী না করে। কিন্তু তার পরেও সেই সীমানা অতিক্রম করে বন দপ্তরের জায়গায় প্রতিদিন তৈরী হচ্ছে নতুন নতুন বাড়ি। এমনকি অনেকেই আগে দখলকৃত জায়গা বাড়ি সমেত অন্য কাউকে বিক্রি করে আবার নতুন করে বন দপ্তরের তৈরী করা সীমানা পেরিয়ে বন দপ্তরের জায়গায় বাড়ি নির্মাণকাজ শুরু করেছে। যার ফলে ক্রমশই বন দপ্তরের জঙ্গলের গাছ কাটা থেকে দখল হচ্ছে জায়গা। তাই সেই সমস্ত নতুন তৈরী হওয়া বাড়ি অবিলম্বে ভেঙে ফেলতে হবে বন দপ্তরকে। এই দাবিতে এদিন প্রতিবাদে সোচ্চার হয় এলাকার মানুষ। এলাকার ক্ষুব্ধ মানুষেরা সাফ জানিয়েদেন যদি বন দপ্তরের তৈরী সীমানা অতিক্রমকারী জবর দখলকারীদের নির্মিত বাড়িঘর ভাঙা না হয়, তাহলে তারা আবার নতুন করে বন দপ্তরের জায়গায় গরীব মানুষদের বসিয়ে দেবেন। এনিয়ে শনিবার এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী ও আধিকারিকরাও এবং এলাকার ক্ষুব্ধ মানুষদের সঙ্গে কথাও বলেন।
অন্যদিকে যারা বন দপ্তরের জায়গায় বাড়ি তৈরী করেছেন, তারা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ভাঙলে সকলের ভাঙতে হবে, তাহলে কোন আপত্তি নেই।
যদিও বন দপ্তরের আধিকারিক জানান, এলাকাবাসীর দাবি দাওয়া শুনলাম। যারা বন দপ্তরের জায়গা নতুন করে দখল করেছে, তাদের সকলের জবর দখল উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।