প্রতিনিধি,মেদিনীপুর: কে টিভি নিউজ, ২৫ফেব্রুয়ারী: এলাকাবাসীদের দাবি মতো মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখীপল্লীতে বন দপ্তরের জায়গা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ভেঙে ফেললো বনবিভাগ। শনিবার বিকেলেই জবর দখলকারীদের এই মর্মে নোটিশ দেওয়া হয়েছিল বন দপ্তরের তরফে। রবিবার সকাল থেকে JCB দিয়ে বন দপ্তরের জায়গা দখল করে বসবাসকারীদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। বন দপ্তরের এই কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষেরাই। এদিন সকাল থেকে মাপজোক সহকারে জবর দখলকারীদের বাড়িঘর ভেঙে ফেলার কাজ শুরু হয়। বন দপ্তরের মেদিনীপুর রেঞ্জের রেঞ্জার শান্তনু কুলভি জানান, মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী এলাকায় জবর দখলকারীদের অবৈধ নির্মাণ আটকাতে গত দুবছর আগে এলাকায় একটি নালা কাটা হয় বন দপ্তরের পক্ষ থেকে। সেই সময় এলাকার মানুষদের জানিয়ে দেওয়া হয় সেই নালা অতিক্রম করে কেউ যেন বন দপ্তরের জায়গায় কোন রকম নির্মাণ না করেন। কিন্তু গতকাল (শনিবার) এলাকার অধিকাংশ মানুষ অভিযোগ করেন, কিছু ব্যক্তি বন দপ্তরের সেই নালা অতিক্রম করে অবৈধ নির্মাণ করেছেন। এরপরই বন দপ্তরের আধিকারিকরাও এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন, সত্যি কিছু ব্যক্তি নতুন করে অবৈধ নির্মাণ করেছেন। এরপরই শনিবার বিকেলে বন দপ্তরের পক্ষ থেকে সেই সমস্ত অবৈধ নির্মাণকারীদের বাড়ি বাড়ি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় রবিবার তাদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। সেইমতো রবিবার সকাল থেকে জেসিবি এর (JCB) দ্বারা সেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলে বন দপ্তর।
এলাকার প্রতিবাদী বাসিন্দা প্রদীপ মাইতি, সৌমেন সামন্ত বলেন, যেভাবে এখানে বসবাসকারী কিছু মানুষ বন দপ্তরের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করে চলেছে, তারা সমগ্র এলাকার নাম বদনাম হচ্ছে। তাই এলাকার সুনাম বজায় রাখতে আমরা এলাকার মানুষ এই অবৈধ নির্মাণের তীব্র বিরোধিতা করি এবং প্রতিবাদ জানাই। তাছাড়া নতুন করে যাতে এই এলাকায় বন দপ্তরের জায়গা কেউ বা কারা জবর দখল না করতে পারে সেবিষয়ে আমরা বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং জবর দখল হটাতে বন দপ্তরকে সম্পূর্ন সহযোগিতা করব।