Wednesday, April 2, 2025
HomeArrestedবাঁকুড়ায় খেলা দেখাতে গিয়ে ভাল্লুক সহ আটক যুবক, উদ্ধারকৃত ভাল্লুক আনা হলো...

বাঁকুড়ায় খেলা দেখাতে গিয়ে ভাল্লুক সহ আটক যুবক, উদ্ধারকৃত ভাল্লুক আনা হলো ঝাড়গ্রামে

the-young-man-detained-while-showing-a-bear-game-in-bankura-the-recovered-bear-was-brought-to-jhargram

প্রতিনিধি: ঝাড়গ্রাম: কে টিভি নিউজ বাংলা: ২৪ ফেব্রুয়ারী: বাঁকুড়ায় ধরা পড়া বিরল প্রজাতির ভালুককে নিয়ে আসা হল ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। ঝাড়গ্রাম ডিয়ার পার্কে থাকা তিনটি ভালুকের সাথেই এই ভালুক টিকে রাখা হবে এমনটাই বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে। এখানেই বিশেষ চিকিতসক দল তার শারীরিক চিকিৎসা করবে বলে জানা যাচ্ছে। এই চিড়িয়াখানায় তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানা যাচ্ছে। যেহেতু এতটা পথ অতিক্রম করে এসেছে এবং নতুন জায়গায় তার আগমন সে জন্যই এই বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে ভালুকটির দেখভালের জন্য।

Ktv News bangla
উদ্ধারকৃত ভাল্লুক

উল্লেখ্য, শনিবার ভালুক নিয়ে খেলা দেখাতে এসে বন দফতরের হাতে ধরা পড়ে এক যুবক। ভাল্লুকটিকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় বিহারের বাঁকা জেলার বাসিন্দা মহম্মদ রাজ কালান্দরকে। বাঁকুড়ার সারেঙ্গা থেকে তাঁকে গ্রেফতার করেছে বন দফতর। সূত্রের খবর, শনিবার ওই যুবককে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার করে বন দফতর। উদ্ধার করা হয়েছে পূর্ণবয়স্ক একটি পুরুষ ভাল্লুককে। এদিনই রাজকে তোলা হয় খাতড়া মহকুমা আদালতে। শনিবারই প্রথম খবরটা পান বনকর্মীরা। বিশেষ সূত্রে বন কর্মীরা জানতে পারেন এক যুবক সঙ্গে একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক নিয়ে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রামে খেলা দেখাচ্ছে। খবর পেতেই ওই গ্রামে যান বন দফতরের আধিকারিকরা। খবর যে সত্যি তা ওখানে গেলেই বোঝা যায়। মাঝপথেই থেমে যায় ভাল্লুকের খেলা। মুহূর্তের মধ্যেই গ্রেফতার করা হয় মহম্মদ রাজকে। পূর্ণবয়স্ক ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সারেঙ্গার বন দফতরে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন দফতর।

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular