Saturday, January 17, 2026
HomeCPIMমেদিনীপুর পিপলস্ কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে উত্তেজনা, প্রকাশ্য রাস্তায় ঠেলাঠেলি ধস্তাধস্তি...

মেদিনীপুর পিপলস্ কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে উত্তেজনা, প্রকাশ্য রাস্তায় ঠেলাঠেলি ধস্তাধস্তি CPIM – TMC র

প্রতিনিধি :কে টিভি নিউজ বাংলা:মেদিনীপুর :২৫ ফেব্রুয়ারী
মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। কার্যত ঠেলাঠেলি ধস্তাধস্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র গোলকুয়াচক এলাকায়।

Ktvnewsbangla.com

মঙ্গলবার ছিল মনোনয়নপত্রের জন্য ফর্ম তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। সেই ফর্ম তোলাকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি হলো প্রকাশ্য রাস্তায়। ঘটনায় প্রকাশ, মঙ্গলবার পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনের মনোনয়নপত্রের ফর্ম তোলা ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে ৫১ টি আসনের জন্য ৫১ জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পিপলস্ কো-অপারেটিভ ব্যাংকে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মাঝ পথে আটকে দেয়। এরপরে তাদেরকে ফিরে যেতে ঠেলাঠেলি করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের প্রার্থী ও নেতাকর্মীদের লাথি মারারও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দু-পক্ষের দুজন আহত হয়।

Ktvnewsbangla.com
পিপলস ব্যাংকের নির্বাচনকে ঘিরে উত্তেজনা

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএমের জেলা নেতা কীর্তি দে বকসী জানান, মেদিনীপুর শহরের বুকে এধরনের ঘটনা গণতন্ত্রের কালোদিন। তৃণমূল বুঝে গেছে সিপিআইএম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ওদের হার নিশ্চিত, তাই সিপিআইএম প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার জন্য তৃনমূলের এই আক্রমন।

Ktvnewsbangla.com
CPIM ও TMC কর্মীদের মধ্যে ধস্তাধস্তি

অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল সেখানে অশান্তি করার জন্যই সিপিআইএম নেতাকর্মীরা এসেছিল। তৃনমূলের এক কর্মীকে মারধর করে সিপিআইএম কর্মী সমর্থকরা। তাই তাদের প্রতিরোধ করেছে তৃণমূল কর্মী সমর্থকরা।

নিউজের ভিডিও লিঙ্ক নিচে

RELATED ARTICLES

Most Popular