নিজস্ব প্রতিনিধি, কে টিভি নিউজ বাংলা: পশ্চিম মেদিনীপুর: ২৩শে ফেব্রুয়ারী: রাতের অন্ধকারে কে বা কারা পৌর এলাকায় মেশিন দিয়ে কেটে ফেললো একাধিক গাছ। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর জুড়ে। মেদিনীপুর শহরের কেন্দ্রস্থল মেদিনীপুর কলেজ সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন মনীষীদের মূর্তিকে কেন্দ্র করে সৌন্দর্যায়নের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছিল মেদিনীপুর পুরসভা। যা এলাকার সবুজায়নের জন্য প্রয়োজনীয় ছিল। কিন্তু শুক্রবার সকালে স্থানীয় প্রাত ভ্রমনকারী মানুষেরা দেখতে পান সেই মনীষীদের মূর্তির চারপাশে থাকা প্রায় সমস্ত গাছ গুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি পুরসভার নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কাউন্সিলার সহ পুরপ্রধান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালী থানার পুলিশও। তবে কে বা কারা এই গাছগুলি কেটে ফেললো বা কি কারনে কাটলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহরের মানুষও।
অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পুরসভার CIC সৌরভ বসু জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যে বা যারা এই ঘৃণ্য কাজটি করেছে, তাদের বিরূদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে মেদিনীপুর পুরসভা ও পুলিশ প্রশাসন।
অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতের অন্ধকারে কেউ বা কারা মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল সংলগ্ন এলাকার স্বাধীনতা সংগ্রামী ও বিভিন্ন মনীষীদের মূর্তির আশেপাশের দামি দামি গাছগুলি মেশিনের সাহায্যে কেটে ফেলেছে। তিনি অনুমান করেন যারা এই স্থানে বিজ্ঞাপনের জন্য হোডিং লাগিয়েছেন, এটি তাদেরই কাজ হতে পারে। তবে ইতিমধ্যেই পুরসভার তরফে মেদিনীপুর কোতোয়ালী থানায় অভিযোগ জানানো হয়েছে। যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথাও পুলিশকে বলা হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। পাশাপাশি ঐ স্থানে লাগানো সমস্ত হোডিং গুলি খুলে বাজেয়াপ্ত করা হয়েছে পুরসভার তরফে এবং এবার থেকে ঐ স্থানে কোনো রকম হোডিং লাগানো যাবেনা বলেও জানিয়েছেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান।