Monday, December 23, 2024
HomeBlogউরসে উৎসব উপলক্ষে বাংলাদেশের পুণ্যার্থীরা এলেন মেদিনীপুর শহরে

উরসে উৎসব উপলক্ষে বাংলাদেশের পুণ্যার্থীরা এলেন মেদিনীপুর শহরে

কেটিভি নিউজ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর:

উরস উৎসবকে কেন্দ্র করে দুই বাংলার মিলনস্থল হল মেদিনীপুর শহর। শুক্রবার সকালে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে পৌঁছল স্পেশাল ট্রেন। শিশু-সহ প্রায় ২,২০০ যাত্রীকে নিয়ে বুধবার বাংলাদেশের রাজবাড়ি থেকে ওই ট্রেনটি ছাড়ে। শুক্রবার সকাল ৬টা নাগাদ পৌঁছয় মেদিনীপুর স্টেশনে। আবার ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

উরস উৎসবকে কেন্দ্র করে এ বারও সেজে উঠছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ। ‘মওলা পাক’ হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলি আল কাদেরির প্রয়াণ দিবস উপলক্ষে উরস পালিত হয়। হজরত মহম্মদের ৩২তম এবং সুফি সাধনার আদিগুরু ‘বড় পীর সাহেব’ হজরত আব্দুল কাদের জিলানির ১৯তম বংশধর মওলা পাক ৪ ফাল্গুন প্রয়াত হন। ওই দিনে দেশ-বিদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাঁদের গুরুকে স্মরণ করেন। ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন।


বাংলাদেশ থেকে তীর্থযাত্রীদের এ দেশে আসার জন্য ১৯০৩ সালে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এখনও সেই পরিষেবা চালু। তীর্থযাত্রীদের জন্য পানীয় জল, শৌচাগার, রাস্তায় আলো-সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুরসভা। যদিও করোনা পরিস্থিতির কারণে দু’বছর বাংলাদেশ থেকে ওই বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ ছিল। রেলের তরফে জানানো হয়, যাঁদের ইচ্ছা থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ খরচ করে উৎসবে আসার সুযোগ হয় না, তাঁদের জন্যই এই বিশেষ ট্রেনের আয়োজন। বস্তুত, উরস ঘিরে প্রতিবারই উৎসবে মাতে মেদিনীপুর। শুধু মুসলমান সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন। সাত দিন ধরে মেলা চলে। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানা সামগ্রী কিনে নিয়ে যান। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, মিষ্টি ইত্যাদি বিক্রি হয়। তা ছাড়াও ক্ষীরের গজা, মিহিদানা হাঁড়ি ভর্তি করে নিয়ে বাড়ি নিয়ে যান বাংলাদেশিরা।

RELATED ARTICLES

Most Popular